Home অপরাধ রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

by Amir Shohel
বন্ধুকযুদ্ধ

ঢাকা : রাজধানীর দক্ষিণখানে র‌্যাব সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন (৩৫) নামে একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। ২১ জুলাই মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি এলাকায় গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ বিষয়ে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এএসপি সালাউদ্দিন জানান, রাজধানীর দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি এলাকায় একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাত দেড়টার দিকে অভিযানে যায়।

এ সময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, যিনি ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় র‌্যাবের সদস্য এএসআই কামাল আহত হয়েছেন।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like