Home জাতীয় রাজনীতিবিদরা লোভে পড়লে জনগণের স্বপ্ন ছিনতাই হয়ে যায়

রাজনীতিবিদরা লোভে পড়লে জনগণের স্বপ্ন ছিনতাই হয়ে যায়

by Newsroom
বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ রাজনীতিবিদরা লোভে পড়লে জনগণের স্বপ্ন ছিনতাই হয়ে যায়। রাজনীতি পেশা নয়, এটা দেশ ও জনকল্যাণের মহান ব্রত। রাজনীতির শেষ কথা হলো জনকল্যাণ। সাধারণ জনগণ নিষ্ক্রিয় থাকলেও তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের সক্রিয় থাকতে হয়। রাজনৈতিক নেতাকর্মীরা হলো জনগণের স্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরী।’

১১ আগস্ট মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘স্বেচ্ছাশ্রম বাংলাদেশ: বঙ্গবন্ধুর চিন্তা- ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তারা জনকল্যাণের মূলমন্ত্র থেকে সরে গিয়ে লুটপাটের সংস্কৃতির বিস্তার ঘটায়। রাজনীতিকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আদর্শিক নেতাকর্মীরা লোভের বশবর্তী হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হয় না। কোনও মহান লক্ষ্য-উদ্দেশ্য, আদর্শ, চেতনা ও মূল্যবোধকে সামনে রেখে রাজনীতিতে আসে। রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হলে কিংবা রাজনৈতিক নেতাকর্মীরা লোভের চোরাবালিতে নিমজ্জিত হলে জনগণের স্বপ্ন ছিনতাই হয়ে যায়।’

মন্ত্রী বলেন, ‘জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে শেখ হাসিনা দুর্যোগের এ সময়ে জাতিকে সংকট উত্তরণের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। শেখ হাসিনার একটি শক্তিশালী বাহিনী হিসেবে আমরা রাজপথে ও জনমানুষের মাঝে নিজেদের ভাবমূর্তি উত্তরোত্তর সমুজ্জ্বল করতে সক্ষম হবো।’

করোনা ও বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like