Home জাতীয় রাতে গরম বাড়তে পারে

রাতে গরম বাড়তে পারে

by Amir Shohel
তাপমাত্রা

সারাদেশে দিনের গরম প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৪ মার্চ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সকালে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে গত ২৪ ঘন্টার ব্যবধানে রাজধানীর এবং সারাদেশের তাপমাত্রা বেড়েছে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২০ মার্চের পর দেশে ঝড়ো-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, যশোর, চুয়াডাঙ্গা, সিলেট ও ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সাথে বাতাস থাকবে। এখনকার বৃষ্টি মানেই সাথে ঝড় থাকবে।

/এএস

You may also like