Home অপরাধ দিনে শিশু ভাতিজাকে হত্যা করে রাতে বন্দুকযুদ্ধে নিহত

দিনে শিশু ভাতিজাকে হত্যা করে রাতে বন্দুকযুদ্ধে নিহত

by Newsroom
ইয়াবা ব্যবসায় বিরোধের

চট্টগ্রাম : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলায় অভিযুক্ত জসিম উদ্দিন রাজু নিহত হয়েছে। ৮ জুলাই বুধবার ভোরে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পশ্চিম ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জসিমের সঙ্গে তার ভাবি নিলু আক্তারের ঝগড়া হয়। তর্কতর্কির এক পর্যায়ে জসিম তিন বছর বয়সী ভাতিজাকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিলু থানায় হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। এক পর্যায়ে জানা যায় আসামি পশ্চিম ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।

ওসির দাবি পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিমসহ তার সহযোগীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। জসিমের সহযোগিরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, একটি অব্যবহৃত কার্তুজ, কার্তুজের ৪টি খোসা, একটি ছোরা ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, জসিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও পেশাদার ছিনতাইকারী। তার নামে হত্যাসহ ১৩টির অধিক মামলা রয়েছে। এ ঘটনায় নগর পুলিশের এডিসি (পশ্চিম) এএএম হুমায়ুন কবির, ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ, পরিদর্শক (তদন্ত) জহির হোসেনসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

সম্পাদনা : দেলোয়ার

You may also like