Home জাতীয় শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

by Amir Shohel
বাবুল-হামিদ

ঢাকা : দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবাণীতে রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য শিল্পপতি।

গত ১৪ জুন নমুনা পরীক্ষায় নুরুল ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড-১৯ সংক্রমণে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদোক্তার চিকিৎসায় এভারে কেয়ারের ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসাপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নুরুল ইসলাম বাবুল দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠাতা। যমুনা গ্রুপের অধীনে গড়ে তুলেছিলেন অন্তত ৪১টি শিল্পপ্রতিষ্ঠান কর্মসংস্থান তৈরি করেন হাজার হাজার মানুষের।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like