Home ভিডিও সংবাদ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জামালপুরের রাস্তাঘাট

বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জামালপুরের রাস্তাঘাট

by Newsroom
রাস্তাঘাট

জামালপুর: জামালপুরে তিন দফা বন্যায় ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের আঞ্চলিক রাস্তাঘাট। ভেঙে পড়েছে আঞ্চলিক ও স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। পানি কমার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরুপণ করে দ্রুতই এসব সড়ক মেরামত করা হবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এবার জামালপুরে তিন দফা বন্যা হয়। যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করে। দেড় মাসেরও বেশী সময় ধরে স্থায়ী বন্যার পানির তীব্র স্রোতে জেলার বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় সড়কে দেখা দেয় ভাঙন।

ব্যহত হয় এসব অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। নষ্ট হয় ১৯৪ কিলোমিটার কাঁচা রাস্তা ও ৬৬ কিলোমিটার পাকা রাস্তাসহ ৪ বাধ ও ৫টি ব্রিজ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা।

বাঁশের সাকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধরা। তাই এসব রাস্তা দ্রুত মেরামতের দাবী স্থানীয়দের।

ক্ষয়ক্ষতি নিরুপন করে খুব শিগগির এসব রাস্তাঘাট এর মেরামত করে চলাচলের উপযোগী করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

দ্রুতই আঞ্চলিক সড়কের মেরামত করে চলাচলে সুবিধা করে দেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।

ভয়েস টিভি/টিআর

You may also like