Home অপরাধ রায়হান হত্যায় তিন পুলিশের ১৬৪ ধারায় জবানবন্দি

রায়হান হত্যায় তিন পুলিশের ১৬৪ ধারায় জবানবন্দি

by Newsroom
পুলিশ হেফাজতে

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশে নির্যাতনে নিহত রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় তিন পুলিশ সদস্য আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

১৯ অক্টোবর সোমবার দুপুর ৩টা থেকে প্রায় দুঘণ্টা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. জিহাদুর রহমানের আদালতে জবানবন্দি দেন পুলিশ কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম।

বিষয়ট নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।

গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪)। পরে রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

এই ঘটনায় ১২ অক্টোবর সোমবার রাত আড়াইটার সময় অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইন-চার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এ এসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন:  পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : পালিয়েছে সেই এসআই

গত ১৩ অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছেন।

আরও পড়ুন: ‘রায়হানের মৃত্যুতে দোষীকে বিচারের মুখোমুখি করা হবে’

ভয়েস টিভি/টিআর

You may also like