Home অপরাধ আবারও রিমান্ডে প্রদীপসহ ৭ পুলিশ সদস্য

আবারও রিমান্ডে প্রদীপসহ ৭ পুলিশ সদস্য

by Newsroom
ওসি প্রদীপ

কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ ৭ পুলিশের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২৪ আগস্ট সোমবার দুপুরের পর মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন। সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর এএসপি খায়রুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই রিমান্ড শেষে আজ সোমবার আদালতে তোলা প্রধান তিন আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল এবং এরই মধ্যে রিমান্ড শেষ হওয়া ৪ পুলিশ সদস্যের আরও সাত দিন করে রিমান্ড আবেদন করি। কিন্তু আদালত ৭ দিন নাকচ করে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

বাকি ৪ পুলিশ সদস্য হলেন- বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। পরে ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

ভয়েস টিভি/টিআর

You may also like