Home অপরাধ ফরিদপুর ছাত্রলীগ সভাপতির রিমান্ড চাইবে সিআইডি

ফরিদপুর ছাত্রলীগ সভাপতির রিমান্ড চাইবে সিআইডি

by Amir Shohel

ঢাকা : দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেফতার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২২ আগস্ট শনিবার সকালে সিআইডি সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. জিসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১টার দিকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এর আগে, নিশান মাহমুদ শামীম ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের ঘটনায় ২১ আগস্ট শুক্রবার রাজধানীর উত্তরা থেকে সিআইডর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, এ মামলায় গ্রেফতার ফরিদপুর জেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের কাছ থেকে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়ার পর নিশান মাহমুদ শামীমকে গ্রেফতার করা হয়।

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like