Home অপরাধ স্বর্ণ ডাকাতি মামলা : রিমান্ড শেষে কারাগারে ডিবির ওসি সাইফুল

স্বর্ণ ডাকাতি মামলা : রিমান্ড শেষে কারাগারে ডিবির ওসি সাইফুল

by Newsroom

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ১১ দিনের রিমান্ড শেষে ২৭ আগস্ট শুক্রবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ২২ আগস্ট রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান তৃতীয় দফায় তকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শাহ আলম বলেন, স্বর্ণ ডাকাতি মামলায় ওসি সাইফুলের চারদিন করে দুই দফায় রিমান্ডের পর তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ৮ আগস্ট রোববার ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার সময় ফেনীর ফতেহপুর এলাকায় গাড়ি থামিয়ে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেয় গোয়েন্দা পুলিশ। পরে ১০ আগস্ট মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন ওই ব্যবসায়ী। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওসি সাইফুলসহ ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : স্বর্ণ ডাকাতি: মামলার তদন্ত সিআইডি বা পিবিআইকে দেয়ার জন্যে

ভয়েস টিভি/এএন

You may also like