Home জাতীয় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

by Shohag Ferdaus

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ১২ সেপ্টেম্বর রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এ ঘটনায় অটোরিকশার আরেক যাত্রী ও চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ধর্মজিৎ সিংহ জানিয়েছেন, ভোরে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিংটি অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভয়েস টিভি/এসএফ

You may also like