Home জাতীয় কমলাপুর স্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী

কমলাপুর স্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী

by Newsroom
রেলমন্ত্রী

ঢাকা: ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে কমলাপুর স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ ১৬ আগস্ট রোববার সকালে স্টেশনটি পরিদর্শন করেন মন্ত্রী।

করোনাভাইরাসের কারণে সাময়িক বিরতি পর সকাল থেকে বিভিন্ন রুটে নতুন আরও ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সেই ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে তিনি কমলাপুর স্টেশন পরিদর্শন করেন।

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন যাত্রার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। খোজখবর নিতে রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

পাশাপাশি স্টেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রেলমন্ত্রী।

উল্লেখ্য, দেশে করোনা প্রভাবের কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like