Home জাতীয় চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

by Mesbah Mukul

ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ অক্টোবর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর গোধূলী মন্দবাগ রেলওয়ে স্টেশনে, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।

ভয়েসটিভি/এমএম

You may also like