Home জাতীয় এই মুহূর্তে লকডাউনের পরিকল্পনা নেই : মন্ত্রিপরিষদ সচিব

এই মুহূর্তে লকডাউনের পরিকল্পনা নেই : মন্ত্রিপরিষদ সচিব

by Mesbah Mukul

দেশে করোনা পরিস্থিতি ভালো। এই মুহূর্তে সরকার লকডাউনের কথা ভাবছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার রাজধানীর একটি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসে একথা জানান তিনি।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অতি সংক্রমণশীল হওয়ায় বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। এরই মধ্যে বাংলাদেশে সাতজন এতে আক্রান্ত হয়েছেন।

ইতোমধ্যে করোনার ওমিক্রন ধরন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ দেওয়া কার্যক্রম।

বুস্টার ডোজ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো আছে। আপাতত লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, দেশে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে। শিগগির যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা আসছে। তবে শুধু তা নিয়েই মহামারি প্রতিরোধ করা যাবে না। টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

আরও পড়ুন : পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব

ভয়েসটিভি/এমএম

You may also like