Home জাতীয় ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টে

ব্যারিস্টার রফিক-উল হক লাইফ সাপোর্টে

by Shohag Ferdaus
রফিক-উল হক

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ২১ অক্টোবর বুধবার সন্ধ্যার পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার অবস্থা এখন জটিল বলে জানিয়েছেন হাসপাতালটির মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।

ডা. নাহিদ ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘স্যারের (ব্যারিস্টার রফিক-উল হক) অবস্থা মঙ্গলবার রাত থেকে খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানে আছেন। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সাড়া দিচ্ছেন।’

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। গত শনিবার কিছুটা সুস্থবোধ করলে সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় যান। কিন্তু দুপুরের পরপরই ফের অসুস্থ বোধ করলে তাকে ভর্তি করা হয় একই হাসপাতালে।

আরও পড়ুন: সুস্থ আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

ভয়েস টিভি/এসএফ

You may also like