Home ভিডিও সংবাদ লোডশেডিং ও ভূতুড়ে বিল অতিষ্ঠ গ্রাহকরা (ভিডিও)

লোডশেডিং ও ভূতুড়ে বিল অতিষ্ঠ গ্রাহকরা (ভিডিও)

by shahin
লোডশেডিং ও ভূতুড়ে বিল

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলায় কয়েক মাস ধরেই বিদ্যুতের লোডশেডিং বেড়েছে কয়েকগুণ। দিনে রাতে এ জেলার ৫টি ফিডারে অন্তত ৫-৭ ঘণ্টা, কোনো কোনো সময় এর চেয়েও বেশি সময় বিদ্যুৎ থাকে না। তাই তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। বারবার বিদ্যুৎ যাওয়া আসায় বাসা-বাড়িতে নষ্ট হচ্ছে টেলিভিশন, ফ্রিজসহ ইলেকট্রনিক্স সামগ্রী।

এদিকে প্রচণ্ড গরমে বিদ্যুতের লোডশেডিং বাড়ার সঙ্গে যোগ হয়েছে ভূতুড়ে বিল। করোনা দুর্যোগের মধ্যে বিদ্যুতের এমন ভুতুড়ে বিলে ক্ষুব্ধ গ্রাহকরা। এমন পরিস্থিতিতে ছোট বড় কয়েকশ প্রতিষ্ঠান উৎপাদন নিয়ে পড়েছে বিপাকে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা দুর্যোগে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। আর শিক্ষার্থীদের পড়াশুনাও চালছে অনলাইন ক্লাসে। কিন্তু বিদ্যুতের এমন বেহাল দশায় শিক্ষার্থীদের পাঠদানেও সমস্যা হচ্ছে।

জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ভয়েস টেলিভিশনকে জানান, করোনা মহামারির আগেই বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন কয়েকশ প্রতিষ্ঠানে উৎপাদনে অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে বিলের গড়মিল কিছুটা মানলেও, লোডশেডিংয়ের বিষয়টি মানতে নারাজ স্থানীয় বিদ্যুৎ বিভাগ।

অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গা ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মঈনুদ্দিন ভয়েস টেলিভিশনকে জানান, চুয়াডাঙ্গায় কোন লোডশেডিং নেই। বিদ্যুত সরবরাহও স্বাভাবিক রয়েছে। তবে করোনার কারণে বিলে কিছুটা গড়মিল হয়েছে।

বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন বক্তব্যে হতবাক স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। গ্রাহকদের সব অভিযোগ খতিয়ে দেখার আহ্বান তাদের।

সম্পাদনা : দেলোয়ার

You may also like