Home জাতীয় ‘আল্লামা শফীকে হত্যার’ অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

‘আল্লামা শফীকে হত্যার’ অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

by Newsroom
শফীকে হত্যার

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় বাদিসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুন- ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে মামলা

ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আল্লামা শফী। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে তাকে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।  পরে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ভুগছিলেন তিনি।

আল্লামা শফী ২০০৮ সালে তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড – বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান নিযুক্ত হন। ২০১০ সালের ১৯ জানুয়ারি হাটহাজারী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হলে আহমদ শফীকে এর আমির মনোনীত করা হয়। শাহ আহমদ শফী হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন এবং কওমি মাদ্রাসাগুলোর সরকারি স্বীকৃতির দাবিতে অনুষ্ঠিত আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন।  এছাড়া ২০১৭ সালে সরকার কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করলে আইন অনুসারে কওমি মাদরাসার ৬টি বোর্ডের সমন্বয়ে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ গঠন করা হয়।

আরও পড়ুন- আল্লামা শফী একজন সৎ এবং নির্ভীক আলেমে দ্বীন ছিলেন

ভয়েস টিভি/ডিএইচ

You may also like