Home জাতীয় শুরু হচ্ছে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা

শুরু হচ্ছে স্থগিত ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা

by Newsroom

করোনা ভাইরাসের কারণে ১৬তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল।  আগামী ২৪ আগস্ট সেটি শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

১২ আগস্ট বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪, ৫, ৬, ৭, ৮, ১১ ও ১২ এপ্রিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৮, ২৯, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর।

জানা যায়, ২০১৯ সালের ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ৩০ আগস্ট, ফল প্রকাশ ৩০ সেপ্টেম্বর ও ১৫ ও ১৬ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২৩ মে এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

পরের বছর ২০২০ সালের ১১ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরে মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২ ডিসেম্বর থেকে। এরপর করোনার কারণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুন : কয়েকটি নদী সাঁতরে শত কিলোমিটার মাড়িয়ে ভারতের বাঘ বাংলাদেশে

ভয়েস টিভি/ এএন

You may also like