Home ভিডিও সংবাদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, চাঁদপুরে জিডি

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, চাঁদপুরে জিডি

by Newsroom
শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ২৬ আগস্ট বুধবার জিডি করেন চাঁদপুরের পুরাণবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

ডায়েরিতে এ অধ্যক্ষ উল্লেখ করেন, ‘শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নামে মিলি সুলতানা এবং জাইমা রহমান নামের দু’টি ফেইসবুক পেইজ থেকে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা দণ্ডনীয় অপরাধও। ডা. দীপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনীতিকের নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই উক্ত আইডি এবং পেইজের বিরুদ্ধে তদন্তপূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ বিষয়ে পুরাণবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ‘মিলি সুলতানা নিউইয়র্কের কুইন্স ভিলেজে থাকেন। যদ্দূর জানতে পেরেছি, সে সেখানে একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। তিনি অতিতেও বিভিন্ন ভিআইপি লোকের সম্পর্কে বিতর্কিত কথা লিখেছেন। পরে বিতর্কের মুখে আবার ডিলিটও করেছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে হলে কিছু প্রক্রিয়া আছে।  আমরা আদালতের অনুমতি চাইবো। আদালতের অনুমতি নিয়ে তদন্ত স্বাপেক্ষে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, দীপু মনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর আগেও অধ্যক্ষ রতন কুমার মজুমদার দু’টি জিডি করেন থানায়। পরবর্তীতে আইসিটি আইনে অপপ্রচারের দায়ে স্থানীয় তিনজন শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like