Home ভিডিও সংবাদ শিক্ষা কার্যক্রমে গতি আনতে ভৈরবে অনলাইন পাঠক্রম শুরু

শিক্ষা কার্যক্রমে গতি আনতে ভৈরবে অনলাইন পাঠক্রম শুরু

by Newsroom
শিক্ষা কার্যক্রমে

ভৈরব: অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাস নেয়ায় শিক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে গতি ফিরতে শুরু করেছে ভৈরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এতে করে মনোযোগীও হয়ে উঠছে এখানকার শিক্ষার্থীরা। ধীরে ধীরে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠলেও প্রয়োজনীয় উপকরণের অভাবে অনেক শিক্ষার্থী থেকে যাচ্ছে অনলাইন পাঠক্রমের বাইরে।

করোনা ভাইরাসের কারণে গত ১৭ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লম্বা সময় পেরিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার অনিশ্চিয়তা কাটেনি এখনো। এতে করে শিক্ষা থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পড়ায় মনোযোগ হারাতে থাকে শিক্ষার্থীরা।  ফলে চিন্তিত ছিলো অভিভাবকরা।

এমন অবস্থায় শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিচ্ছে নানা ব্যবস্থা । এরইমধ্যে ভৈরবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে দিনের একটি নির্দিষ্ট সময়ে নেয়া হচ্ছে ক্লাস। ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে চলছে পাঠ আদান প্রদান ।

জানা গেছে, এ অবস্থায় কিছুটা সস্তিতে ফিরেছেন এখানকার শিক্ষার্থী ও অভিভাবকরা। এমন উদ্যোগে খুশি তারা।

অনলাইন স্কুলের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ৩ মাস আগ থেকে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। ধীরে ধীরে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এতে করে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হচ্ছে।

এদিকে উপজেলা র্নিবাহী কর্মকর্তা লুবনা ফারজানা ভয়েস টিভিকে জানান, প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের শিক্ষামূখী করতে উপজেলা পর্যায় থেকে নেয়া নানা উদ্যোগ।

ভৈরবে আটটি কলেজ, ২৩টি উচ্চ বিদ্যালয়, ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৮টি কিন্ডার গার্টেন এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা দ্বারা পরিচালিত আরও কয়েকট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

ভয়েস টিভি/ভৈরব প্রতিনিধি/টিআর

You may also like