Home ভিডিও সংবাদ ফেরি বন্ধ শিমুলিয়ায়, পাটুরিয়ায় ভোগান্তি

ফেরি বন্ধ শিমুলিয়ায়, পাটুরিয়ায় ভোগান্তি

by Newsroom
শিমুলিয়া

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে গত কয়েক দিন বিভিন্ন সমস্যার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ছে পাটুরিয়াঘাটে। ফেরি পারাপারের দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিষয়টি নিশিচত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকা আর নদী পথে নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়াঘাটে আটকে পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় সাড়ে ৩শ পন্যবোঝাই ট্রাক আটকে আছে।

এছাড়া ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে আরও আড়াই শতাধিক পন্যবোঝাই ট্রাক আটকে রেখেছে পুলিশ। প্রতিটি ট্রাক ফেরি পারের জন্য ঘাট এলাকা ও সড়কপথে কম করে হলেও এক থেকে দুদিন অপেক্ষা করতে হচ্ছে।

পুলিশ জানায়, ঘাটে অতিরিক্ত পন্য বোঝাই ট্রাকের চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে প্রায় আড়াই শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে।এরমধ্যে কিছু যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকার পার করা হচ্ছে। তবে ট্রাকের চাপ কমলে ঘাটের দিকে ছেড়ে দেয়া হবে বলে জানায় পুলিশ।

সরজমিনে দেখা গেছে, ট্রাকের বুকিং কাউন্টারে রোববার আসা ট্রাকি এখানো পরে রয়েছে সড়কে। সোমবার দুপুরে ট্রাক টার্মিনালে আড়াইশ ও ঘাটের কাছে মহাসড়কে উথলী সংযোগ সড়কে আরও আড়াইশর বেশি পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আটকে থাকতে দেখা গেছে। তবে যাত্রীবাহী গাড়ির চাপ স্বাভাবিক রয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও নাব্য দেখা দেয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ৩০ আগস্ট থেকে ফেরিগুলো বিকল্প পথে চলাচল করছে। এতে সময় কিছুটা বেশি লাগছে।

তবে মূল চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে ড্রেজিং চলছে। আগামী দুই থেকে একদিনের মধ্যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে পারবে। এই পথে ১৭টি ফেরি চালু রয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like