Home অর্থনীতি শেয়ারবাজারে ৬৬ দিন পর লেনদেন শুরু, উত্থানে সূচক

শেয়ারবাজারে ৬৬ দিন পর লেনদেন শুরু, উত্থানে সূচক

by Newsroom

ভয়েস রিপোর্ট: করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিন বন্ধের পরদেশের দুই শেয়ারবাজারের লেনদেন শুরু হয়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। শুরুতেই সূচকের উত্থান দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর শেয়ারবাজারের লেনদেনও বন্ধের ঘোষণা দেয়া হয়। এরপর দুই মাসেরও বেশি সময় লেনদেন বন্ধ ছিলো। বিনিয়োগকারীরা দাবি জানালে গত বৃহস্পতিবার লেনদেন শুরুর সিদ্ধান্ত হয়।

You may also like