Home জাতীয় তিন বিভাগে নেমেছে শৈত্যপ্রবাহ

তিন বিভাগে নেমেছে শৈত্যপ্রবাহ

by Mesbah Mukul

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। ঢাকাতেও পুরোপুরি শীতের আমেজ এসেছে। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি  সেলসিয়াস, যা থেকে কমে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতকালের চেয়ে সারা দেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যেই তিনটা বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। তবে আজ বেলা ১১টায় আমরা শৈত্যপ্রবাহ নিয়ে ঘোষণা দেবো।

রাজধানীর তাপমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে আজ তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরও কমে আসতে পারে।

ভয়েসটিভি/এমএম

You may also like