Home ভিডিও সংবাদ সংগঠনের সব সদস্যরাই যখন প্রতিবন্ধী

সংগঠনের সব সদস্যরাই যখন প্রতিবন্ধী

by Newsroom
সদস্যরাই যখন প্রতিবন্ধী

ঝিনাইদহ : প্রতিবন্ধীদের ভাগ্য ও সমাজ উন্নয়নে কাজ করছে ঝিনাইদহের একতা উন্নয়ন সংগঠন। এ কাজের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তারা পেয়েছে ‘জয় বাংলা ইয়ুথ’ অ্যাওয়ার্ড। প্রতিবন্ধীদের নিয়েই পরিচালিত স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দৃষ্টিপ্রতিবন্ধী সুমন পারভেজ ২০১৪ সালে গড়ে তোলেন ।

উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের প্রতিষ্ঠা ও দেশের উন্নয়ন। এজন্য তিনি বিভিন্ন উদ্যোগ নেন। এরমধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, শাকসবজি উৎপাদন, গবাদি পশু পালন, প্রতিবন্ধীদের চাকরির সুযোগ তৈরি ও কম্পিউটার প্রশিক্ষণ। এছাড়াও শতাধিক বাক-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। এ সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বীও হয়েছে অনেকে।

প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থান নিশ্চিতই মূল উদ্দেশ্য বলে জানালেন সংগঠনের প্রতিষ্ঠাতা।

এই সংগঠনের মাধ্যমে ৫ বছরে বিভিন্নভাবে উপকৃত হয়েছে কমপক্ষে ৪’শ জন।

ভয়েস টিভি/ঝিনাইদহ প্রতিনিধি/সুফল/দেলোয়ার

You may also like