Home জাতীয় সপ্তমীতে বৃষ্টির বাগড়া

সপ্তমীতে বৃষ্টির বাগড়া

by Newsroom

স্বাস্থ্যবিধি মেনে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। পাঁচ দিনের শারদীয় দুর্গাপূজার ২৩ অক্টোবর শুক্রবার দ্বিতীয় দিন মহাসপ্তমীতে বৃষ্টি বাগড়া দিয়েছে।

উৎসবের আড়ম্বরতায় কিছুটা ভাটা পড়লেও সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। শুরুতেই বিশেষ রীতি মেনে স্নান করানো হয় মা দুর্গাকে। এসময় দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা আচার পালনের মাধ্যমে মা দূর্গার পূজা অনুষ্ঠিত হয়।

এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর এবারের পূজার প্রথম অঞ্জলি। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করবেন ভক্তরা।

আরও পড়ুন: নদী ও বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ

এ বিষয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল বলেন, সপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী সবগুলো দিনই আমাদের জন্য বিশেষ আনন্দের। এবার তো উৎসব হবে না, শুধু নিয়মের পূজাটি করবো। সকালের পূজো শেষে আমরা মায়ের পায়ে অঞ্জলি দেবো। এসময় স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি দেওয়া হবে এবং এবার ভক্তদের প্রসাদ দেওয়াও বন্ধ রয়েছে।

তিনি জানান, আজ সপ্তমীতে সকালের পূজো সাতটা থেকে শুরু হয়ে শেষ হয় সকাল সাড়ে ১০টায়। এরপর সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অঞ্জলি দেয়া হয়। আর ১২টা এক মিনিটে বাংলাদেশসহ বিশ্বের সমস্ত মানুষের জন্যে বিশেষ প্রার্থনা করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like