Home ভিডিও সংবাদ সবজি বোঝাই ট্রাক থেকে ১০ বিদেশী পিস্তল উদ্ধার, গ্রেফতার ৩

সবজি বোঝাই ট্রাক থেকে ১০ বিদেশী পিস্তল উদ্ধার, গ্রেফতার ৩

by Amir Shohel
বগুড়া

বগুড়া : বগুড়া-নওগাঁ সড়কে বগুড়ার কাহালু উপজেলার ভাগদুবরা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সবজিবাহী ট্রাক তল্লাশি করে ১০টি বিদেশী পিস্তলসহ তিন জনকে গ্রেফতার করেছে। এসময় ওই ট্রাকটি আটক করা হয়।

গ্রেফতাররা হচ্ছে- অস্ত্র ব্যবসায়ী ছোটন, ট্রাক চালক কাবিল হোসেন ও হেলপার শোভন। পিস্তল ছাড়াও গুলি ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে, ট্রাকটি জয়পুরহাট থেকে ঢাকার গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। অস্ত্র ও ফেন্সিডিল সবজি ট্রাকের ভেতর লুকানো অবস্থায় ছিলো। পিস্তল গুলোর মধ্যে ৯টিতে মেড ইন তুর্কি ও একটিতে মেড ইন পাকিস্তান লেখা রয়েছে।

ভয়েসটিভি/বগুড়া প্রতিনিধি/এএস

You may also like