Home জাতীয় সিভিএফ সম্মেলনে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা

সিভিএফ সম্মেলনে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা

by Newsroom
প্রধানমন্ত্রী

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব নেতারা অংশগ্রহণ করবেন।

৬ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় জিসিএর সঙ্গে ঢাকা ‘সিভিএফ নেতাদের’ এ ইভেন্টের আয়োজন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিএফ নেতৃবৃন্দ ও অন্যান্য বক্তা এই অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস অ্যাগ্রিমেন্ট ন্যাশনাল কন্ট্রিবিউশন (এনডিসি) জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম ও অভিযোজন প্রচেষ্টা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করবেন।

এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণ, কপ-২৬ এর আয়োজক ও সহআয়োজক যথাক্রমে যুক্তরাজ্য ও ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডর এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা উপস্থিত থাকবেন। বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীরাও যোগ দেবেন বলে জানা গেছে।

২০১১-১৩ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে সফল হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ২০২০-২২ মেয়াদে সিভিএফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।

ভয়েসটিভি/এমএইচ

You may also like