Home অপরাধ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সাংবাদিক হত্যার প্রধান আসামি

১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সাংবাদিক হত্যার প্রধান আসামি

by Newsroom

ঢাকা: ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল বিজয় টেলিভিশনের সাংবাদিক জুলহাস হোসেনকে প্রকাশ্যে জবাই করে হত্যার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি শাহীন মিয়া।

৬ সেপ্টেম্বর রোববার দুই আসামি শাহীন ও মোজাম্মেলকে আদালতে হাজির করা হলে শাহীন হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। ওই দিন রাতেই ময়নাতদন্তের পর জুলহাসের মরদেহ তাঁর গ্রামের বাড়ি হাতকোরায় দাফন করা হয়।

৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা করেন তার বোন রিনা খাতুন। এদিকে হত্যার পর স্থানীয়রা ধারালো অস্ত্রসহ শাহীন ও মোজাম্মেল নামের দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেও এখনো পলাতক রয়েছে অন্য তিন আসামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুনিদের প্রধান আসামি শাহীন নিহত সাংবাদিকের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী। বাকি তিন আসামিকে এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ ছাড়া আসামিদের গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন তাঁরা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ভয়েস টিভি/টিআর

You may also like