Home ভিডিও সংবাদ সাতক্ষীরা সদর হাসপাতালে কমেছে সাধারণ রোগী

সাতক্ষীরা সদর হাসপাতালে কমেছে সাধারণ রোগী

by Newsroom

সাতক্ষীরা : করোনা মহামারির প্রভাবে সাধারণ রোগীর ভিড় কমেছে সাতক্ষীরা সদর হাসপাতালে। জরুরি বা জটিল কোনো রোগ না হলে চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসছে না রোগীরা। অথচ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে জরুরি বিভাগে প্রতিদিন দেড় থেকে দুশ জন চিকিৎসা নিতে আসতো। আর এখন গড়ে চিকিৎসা নিচ্ছে মাত্র ৫০-৬০ জন রোগী। করোনা পরিস্থিতিতেও চিকিৎসকদের সেবা পেয়ে সন্তুষ্ট সদর হাসপাতালের রোগীরা।

এদিকে হাসপাতালের বহিঃবিভাগে কমেছে রোগীর সংখ্যা। অভিযোগ উঠেছে, বহিঃবিভাগে অধিকাংশ সময়ই চিকিৎসকরা থাকেন না।

তবে চিকিৎসকদের দাবি, সেবা দেয়ার জন্যে সবোর্চ্চো চেষ্টা করছেন তারা। এমনকি সেবা দিতে গিয়ে করোনাও আক্রান্ত হয়েছেন চিকিৎসক ও নার্সসহ কয়েকজন কর্মচারী।

এদিকে, হাসপাতালে সাধারণ রোগীর সংখ্যা কম থাকলেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কিন্তু জনবল সংকটে ব্যাহত হচ্ছে নমুনা সংগ্রহের কাজ। এমনটাই জানালেন সিভিল সার্জন।

করোনা নমুনা সংগ্রহের সংখ্যা বাড়াতে সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা।

ভয়েসটিভি/সাতক্ষীরা প্রতিনিধি/ডিএইচ

You may also like