Home ভিডিও সংবাদ সামাজিক দূরত্ব মানছে না ভোলার সাধারণ মানুষ

সামাজিক দূরত্ব মানছে না ভোলার সাধারণ মানুষ

by Newsroom
সামাজিক দূরত্ব মানছে

ভোলা : একদিকে বাড়ছে করোনা আতঙ্ক, অন্যদিকে কমছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। এই অবস্থা ভোলার বিভিন্ন গ্রামে। এসব গ্রামের বেশিরভাগ মানুষই মানছে না সামাজিক দূরত্ব, ব্যবহার করছে না মাস্ক ও গ্লাভস। স্থানীয় হাট বাজারেও ভীড়ের মধ্যেই কেনাকাটা করছে তারা। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি ও আক্রান্তের সংখ্যা। সংশ্লিষ্ট প্রশাসন কাজ করলেও সচেতন হয়নি গ্রামবাসীরা।

ভোলার গরুর হাটে একদিকে ভীড়, অন্যদিকে চলছে কেনাকাটা। কেউ মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। নেই মাস্ক, গ্লাভস কিংবা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা। কোনো নিয়ম না মেনেই সবাই কেনাকাটা করছে নিজের মতো। করোনা মহামারি সম্পর্কে জেনেও নিজেদের ঝুকিতে ফেলার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীরাও পড়ছে ঝুঁকিতে। তাদের সচেতন করা না হলে ঝুঁকি এড়ানো সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।

করোনা সংক্রমণ প্রতিরোধে হাট বাজারে প্রচারণাসহ স্বাস্থ্যবিধি মানাতে জেলা পুলিশ সব চেষ্টা করছে বলে জানান পুলিশ সুপার।

ভয়েসটিভি/ভোলা প্রতিনিধি/বর্ণা/দেলোয়ার

You may also like