Home ভিডিও সংবাদ সারিঘাটের কাশবন

সারিঘাটের কাশবন

by Amir Shohel

সারিঘাট নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে সিলেটের গোয়াইনঘাটের সারিঘাটের দৃশ্য। তবে আজ বলছি ঢাকার কাছের এক সারিঘাটের কথা, এই শরতে এখানে দিগন্তজুড়ে ফুটেছে শুভ্র কাশফুল।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের ভেতরে আইন্তা এলাকা। ছোট একটি সর্পিল খালের পাশের এ জায়গাটির নাম স্থানীয়রা দিয়েছে সারিঘাট।

সারিঘাটের এই কাশবনের দূরত্ব ঢাকা থেকে প্রায় সতের কিলোমিটার। চারপাশের এই বিশাল খোলা জায়গাগুলো এখন কাশবনের দখলে। মধ্য আশ্বিনের এ সময়ে বনটি সাদা ফুলে ফুলে ঢাকা । আর এই কাশবনকে ঘিরেই সারিঘাট এখন রূপ নিয়েছে একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে।

প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসছেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে। শুধু কাশফুলের সৌন্দর্য উপভোগই নয়, সারিঘাটের ছোট্ট খালে নৌভ্রমণেও মেতে উঠেছেন অনেকে। নৌকার পাশাপাশি কায়াকিং এর ব্যবস্থাও রয়েছে কাশবন লাগোয়া।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ আসেন কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করতে। শুক্র ও শনিবার সারিঘাটে পর্যটকের ভিড় থাকে অনেক বেশি। বেড়াতে আসা মানুষেরা প্রকৃতির সৌন্দর্য উপভোগের সাথে সাথে আনন্দের মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতেও ভোলেন না।

কাশবনটির ভেতরে আছে আকাবাঁকা মেঠোপথ, এখানে রিকশায় চেপে ঘুরে বেড়ান অনেকেই। কাশবনের ভেতরে সময় কাটানোর জন্য ভাড়ায় পাওয়া যায় ছাতা সমেত ও চেয়ার। বেড়াতে আসা পর্যটকদের জন্য নানা রকম মুখরোচক খাবার নিয়ে ঘুরে বেড়ান ভ্রাম্যমাণ বিক্রেতারা।

দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সারিঘাটের এই কাশবনে অনেক ভিড় থাকে। কাশবনে রয়েছে আসংখ্য তিলা মুনিয়া পাখি। বনের মধ্যেই এদের বাসা,ঘাসের বীজ খেয়েই বেঁচে থাকে এরা। নানা রকম মুনিয়া ছাড়াও আরো কিছু পাখির দেখা মেলে এ কাশবনে। কাশবনে সূর্যাস্ত বেশ উপভোগ্য, অনেকে তাই জায়গাটিতে থাকেন সন্ধ্যা অবধি।

ভয়েসটিভি/এএস

You may also like