Home জাতীয় সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত

সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত

by Amir Shohel

ঢাকার ধামরাই ধানতারা সড়কে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত হয়েছেন। ১১ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫), তার দুই ছেলে নাসিব খান (২৩) ও ছোটন খান (১৮)। তারা সিএনজিযোগে ঢুলিভিটা যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পিয়ারা বেগম তার দুই ছেলেকে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে সিএনজিযোগে ঢুলিভিটায় রওনা হন। তারা ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন তারা।

পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত পিয়ার বেগম ও তার অপর ছেলে নাসিব খানকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সায়লা শায়মীন জেসি বিষয়টি নিশ্চিত করেছেন।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা জানার আগেই মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।

/এএস

You may also like