Home জাতীয় গানের ভিডিওতে সিরিয়াল কিলার, যা বললেন শিল্পী কিশোর পলাশ

গানের ভিডিওতে সিরিয়াল কিলার, যা বললেন শিল্পী কিশোর পলাশ

by Mesbah Mukul

ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিকে প্রকাশ পায় প্রায় ছয় বছর আগে গায়ক কিশোর পলাশের গাওয়া জনপ্রিয় গান ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’-এর ভিডিও। এতে কয়েক সেকেন্ডের জন্য বাউল বেশধারী এক ব্যক্তিকে দেখানো হয়। র‌্যাব বলছে, বাউল বেশধারী ওই ব্যক্তি আসলে দুর্ধর্ষ এক পলাতক আসামি; যিনি অন্তত তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, মাস ছয়েক আগে এক ব্যক্তি র‌্যাবকে জানায়, বগুড়ায় ২০০১ সালে চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যাকাণ্ডের আসামি হেলাল হোসেনের চেহারার সঙ্গে ওই বাউল মডেলের চেহারার মিল রয়েছে। সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ‘ভাঙা তরি ছেঁড়া পালে’র মডেল সেলিম ফকির ‌‘সিরিয়াল কিলার’

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সেই ভিডিওর গানের শিল্পী কিশোর পলাশ। তিনি বলেন, ‘গানটির ভিডিও করার জন্য আমরা ঢাকার পাশে লোকেশন বেছে নেই। ভিডিওটির নির্মাতা নোমান রবিন ভাই। মূলত আমাদের কোনো মডেল ছিল না। আমরা রাস্তার পাশে যাকে পাই তার চরিত্র যদি আমাদের গল্পের সঙ্গে মিলে যায় তাকে অফার করি। দেখবেন, আমাদের গানে একজন মুচি, রাস্তার মানুষ ও ওই বাউলশিল্পী মানে যিনি সিরিয়াল কিলার, আসলে উনি যে সিরিয়াল কিলার; এত খারাপ একজন মানুষ তা আমাদের পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব ছিল না।’

কিশোর পলাশ বলেন, ‘আমরা ওইদিন নারায়ণগঞ্জ রেল স্টেশনের আশেপাশে শুটিং করছিলাম। হঠাৎ বাউল সেলিমকে দেখতে পাই রেললাইন দিয়ে কোথায় যেন হেঁটে যাচ্ছে। মনে হলো লোকটাকে ভিডিওতে সামান্য সময়ের জন্য ধরতে পারলে ভালো হতো। যে ফোক, কিছুটা আধ্যাত্মিক ধরনের গান। উনাকে বললাম, সে এক কথায় রাজি হয়ে গেল। আমরা শুটিং করলাম। এই শুটিং ঘটনা ৫ বছর আগের, আর এই মুহূর্তে এসে জানলাম লোকটা সিরিয়াল কিলার। আমার এমন একটা জনপ্রিয় গানে খুনি, ভাবতেই কষ্ট হচ্ছে। ঘটনাটি শোনার পর থেকে খুব খারাপ লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা অবশ্য একদিক থেকে ভালো কাজই হয়েছে। একটি গানের-ভিডিওর সূত্র ধরে এত বড় একজন অপরাধী ধরা পড়ল।’

ভয়েসটিভি/এমএম

You may also like