Home জাতীয় রাজধানীর মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীর মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

by Mesbah Mukul

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। সোমবার ২২ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি শেফালি (৫৫)।

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চার জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর ২৫ শতাংশ, মা প্রিয়াংকার ৭২ শতাংশ এবং নানি শেফালির শরীরের ৩৫ শতাংশ বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ বলেন, ‌‘আমার ভগ্নিপতি তার পরিবারকে নিয়ে মুগদা থানার মাতব্বরগলির ৩৭/৩৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকতো। সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয় বলে ডাক্তাররা জানান।’

আরও পড়ুন : মুগদা হাসপাতালের আইসিইউতে আগুন, দগ্ধ ৫

ভয়েসটিভি/এমএম

You may also like