Home জাতীয় সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই

সেক্টর কমান্ডার সি আর দত্ত আর নেই

by Shohag Ferdaus

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) মারা গেছেন। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম সম্মানে ভূষিত করে। বাংলাদেশ সময় ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত জাগো নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রানা দাশ গুপ্ত বলেন, ‘বয়স ৯৩ বছর হওয়ায় তিনি বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। তিনি আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মেয়ের বাসায় ছিলেন। ওখানে হঠাৎ করে গত শুক্রবার তিনি বাথরুমে পড়ে যান। পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছিল। তখন তিনি অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় তাকে ফ্লোরিডার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গতকালকে তার মেয়ে ওখান থেকে ফোন করে জানায়, গতকাল রাত ৯টার দিকে তিনি ভেন্টিলেশনে আছেন। অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে খবর পেলাম যে, তিনি মারা গেছেন।’

সৎকারের বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের পরিবারের ইচ্ছা মরদেহ বাংলাদেশে নিয়ে আসা। আমাদেরও ইচ্ছা, মরদেহ বাংলাদেশে আসুক। তবে কীভাবে আসবে? কারণ এখন বিমান বন্ধ। আমরা চাই যে, বাংলাদেশেই তার সৎকারটা করা হোক।’

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like