Home জাতীয় সুপ্রিম কোর্টে চলতি বছরের অবকাশকালীন ছুটি বাতিল

সুপ্রিম কোর্টে চলতি বছরের অবকাশকালীন ছুটি বাতিল

by Newsroom
সুপ্রিম-কোর্টের

ঢাকা: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল আদালতের কার্যক্রম। এ অবস্থায় চলতি বছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

১৯ আগস্ট বুধবার এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। এর আগে ১৮ আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

‘৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটি সমূহ বাতিল করা হলো।’

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like