Home বিনোদন ভারতের প্রথম বিশ্বসুন্দরীর খেতাব জয়ী সুস্মিতার প্রেমিকেরা

ভারতের প্রথম বিশ্বসুন্দরীর খেতাব জয়ী সুস্মিতার প্রেমিকেরা

by Newsroom
সুস্মিতা

১৮ বছর বয়সে ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন সুস্মিতা সেন। এরপরই শোবিজে আলো ছড়িয়ে বলিউডে নিজেকে প্রমাণ করেছেন সুস্মিতা। এই কিংবদন্তি অভিনেত্রী বারবার প্রেমে পড়েছেন। সম্প্রতি এই ৪৬ বছর বয়সী অভিনেত্রীর ফের বিচ্ছেদ হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।

সুস্মিতার জীবনে এর আগে একাধিক প্রেম এসেছে আর গেছে। সুস্মিতার জীবনে কোন কোন পুরুষ এসেছেন, তা নিয়েই আজকের প্রতিবেদন।

রোহমান শলে
কয়েক বছর ধরে কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক ছিল। রোহমান সাবেক এই মিস ইউনিভার্সের থেকে ১৫ বছরের ছোট। গত ২২ ডিসেম্বর তাদের প্রেমের ভাঙন নিয়ে নানান কথা শোনা যাচ্ছিল। ৪৬ বছর বয়সী সুস্মিতা সদ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘বন্ধুত্বের হাত ধরে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল। আমরা বন্ধু হয়েই আছি। সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। ভালোবাসা অটুট থাকবে।’

বিক্রম ভাট
মিস ইউনিভার্স হওয়ার পর সবার প্রথম সুস্মিতার সঙ্গে নির্মাতা বিক্রম ভাটের রোমান্সের খবর উঠে এসেছিল। বিক্রম বিবাহিত ছিলেন। তাই সুস্মিতা আর বিক্রমের বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক আরও আলোচনায় উঠে এসেছিল।

‘দস্তক’ (১৯৯৬ সাল) ছবির শুটিংয়ের সেট থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বিক্রম এই ছবির পরিচালক ছিলেন। আর সুস্মিতা ছিলেন ‘দস্তক’ ছবির মূল নায়িকা। বেশ কিছুদিন পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এদিকে বিক্রম তার স্ত্রীকে ধোঁকা দেওয়ার জন্য পরে আফসোস করেছিলেন বলে জানা গেছে।

রণদীপ হুদা
রণদীপ হুদা আর সুস্মিতার প্রেম নিয়ে বলিউডে একসময় নানান ফিসফাস শোনা যেত। এমনকি তাদের একে অপরের হাত ধরে প্রকাশ্যে দেখা গেছে। ‘কর্মা অউর হোলি’ ছবির শুটিংয়ের মাধ্যমে সুস্মিতা আর রণদীপ একে অপরের কাছাকাছি আসেন। তবে তাদের প্রেমের গাড়ি বেশি পথ অতিক্রম করেনি।

ওয়াসিম আকরাম
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের প্রেমে শত শত তরুণী হাবুডুবু খেতেন; কিন্তু শোনা যায়, ২০১৩ সালে পাকিস্তানি এই সুদর্শন ক্রিকেটার সুস্মিতার প্রেমে পড়েছিলেন। এদিকে সুস্মিতাও ওয়াসিম আকরামের প্রেমে পড়েছিলেন বলে জানা গিয়েছিল। এমনকি তাদের বিয়ের খবর বিটাউনে শোনা যেত, কিন্তু পরে সুস্মিতা এই খবর মিথ্যা বলে জানিয়েছিলেন।

ঋত্বিক ভাসিন
২০১৫ সালের আশপাশে মুম্বাইয়ের এক খ্যাতনামা রেস্তোরাঁর মালিক ঋত্বিক ভাসিনের সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা শোনা গিয়েছিল। একাধিকবার তাঁদের প্রকাশ্যে দেখা গেছে। সুস্মিতা আর ঋত্বিকের প্রেম প্রায় দুই বছর পর্যন্ত টিকে ছিল।

২০১৭ সালে তাদের ব্রেকআপ হয়ে যায়।মুদসর আজিজমুদসর আজিজের প্রথম পরিচালিত ছবি ‘দুলহা মিল গ্যায়া’তে অভিনয় করেছিলেন সুস্মিতা। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। মুদসরের সঙ্গে সুস্মিতার প্রেম একসময় জোর আলোচনায় উঠে এসেছিল। মুদসরের মতো নতুন পরিচালকের সঙ্গে এই বলিউড নায়িকার প্রেম, তাঁর পরিবার মোটেও ভালোভাবে নেয়নি। সুস্মিতার ওপর তাঁর পরিবার রীতিমতো রেগে গিয়েছিল। আর তাই সুস্মিতা এই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

You may also like