Home ভিডিও সংবাদ সংস্কারের অভাবে ৭টি সেতুর বেহাল দশা

সংস্কারের অভাবে ৭টি সেতুর বেহাল দশা

by Newsroom

গাইবান্ধা : গেলো বছরের জুলাইয়ে ভয়াবহ বন্যায়  গাইবান্ধায় ৭টি সেতুর বেহাল দশা । এরমধ্যে জেলার সাঘাটা উপজেলার সাথে গোবিন্দগঞ্জ উপজেলার যোগাযোগে ৫টি সেতু ও সদর উপজেলার সাথে ফুলছড়ি উপজেলার সাথে যোগাযোগে ২টি সেতু ভেঙে যায়।

এক বছরেও এসব সেতু মেরামত না করায় চলতি মাসের টানা বৃষ্টিতে বেড়েছে এলাকাবাসীর দুর্ভোগ। সেতুর ভাঙা অংশে বাঁশ অথবা কাঠ দিয়ে সাঁকো তৈরি করে কোনোমতে চলাচল করছে এলাকাবাসী।

সাঁকোগুলোও মেরামত না করায় হালকা যানবাহনও চলাচলে সমস্যা হচ্ছে। ফলে গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার ৫০ গ্রামের মানুষ রয়েছে চরম দুর্ভোগে। দ্রুত সেতুগুলো মেরামতের দাবি তাদের।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব ভয়েস টিভিকে জানান, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্টের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ।’

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, গত বছরের বন্যায় ৫শ ৭৫ কিলোমিটার কাঁচা রাস্তা, ২শ ৩৫ কিলোমিটার পাকা রাস্তা, ৬৩ কিলোমিটার বাঁধ ও ২১টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়।

ভয়েস টিভি/ গাইবান্ধা প্রতিনিধি/হ্যাপি/দেলোয়ার

You may also like