Home অপরাধ সোনাগাজীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ৫

সোনাগাজীতে নদীতে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেফতার ৫

by Amir Shohel

ফেনীর সোনাগাজীতে নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ নভেম্বর সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ছোট ফেনী নদীর বাঁশ বাজার ছাদেকের বাঁধ নামক স্থান থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের নুর আহম্মদের ছেলে আনোয়ার হোসেন, লাল মোহন মজুমদারের ছেলে মিঠুন চন্দ্র মজুমদার, সাহাব উদ্দিনের ছেলে আবু তাহের, সেকান্তর মিয়ার ছেলে কামাল উদ্দিন এবং রুহুল আমিনের ছেলে মনির হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, একটি সংঘবদ্ধ মাছ শিকারী চক্র ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগ করে রাতের বেলায় কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছে।

রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে। এ সময় ৩৫০ ফুট কারেন্ট জাল, দুই বোতল কীটনাশক (বিষ), একটি টর্চলাইট, একটি নৌকা ও কয়েকটি বালতি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) মো. এয়াকুব বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারদেরকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like