Home বিনোদন মা হচ্ছেন সোনম কাপুর! (ভিডিও)

মা হচ্ছেন সোনম কাপুর! (ভিডিও)

by Imtiaz Ahmed

প্রথম বারের মতো মা হচ্ছেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের চার বছরের মাথায় এমন সুসংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সোনম কাপুর নিজেই। সোশাল মিডিয়ায় দিয়েছেন বেশ কয়েকটি বেবি বাম্পের ছবি। এ খবরে আনন্দের জোয়ার বইছে কাপুর পরিবারে।

অনিল কাপুর এবং সুনিতা কাপুরের কন্যা সোনম কাপুর। ২০১৮ সালের ৮ মে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজেদের প্রথম সন্তান কবে আসছে, তাও ক্যাপশনে হ্যাশট্যাগের মাধ্যমে জানিয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘ দিনের পর চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম বারের মতো মা হবেন সোনম। এবং প্রথম বারের মতো নানাও হচ্ছে অনিল কাপুর।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। ক্যাপশনে তিনি লিখেছেন, “চার হাত, তোমাকে নিজেদের সেরাটা দিয়ে গড়ে তোলার প্রচেষ্টায়।

দুটি হৃদয়ের হৃৎস্পন্দন প্রতিটি পদক্ষেপে তোমার সাথে তাল মিলিয়ে চলবে। এই পরিবার তোমায় ভালোবাসা ও সহযোগিতায় আগলে রাখবে। তোমাকে স্বাগতম জানাতে আর তর সইছে না।

সোনম কাপুরের এ খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ভক্তদের পাশাপাশি পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

কারিনা কাপুর, কারিশমা কাপুর, ভিকি কৌশল, জাহ্নভি কাপুর, খুশি কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের অনেক তারকাই শামিল হয়েছেন এই দলে।

বরাবরই মনেপ্রাণে নারীবাদী সোনম। কোনওদিনই নিজের মতামত স্পষ্ট ভাষায় জানাতে দু’বার ভাবেননি তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে নানান মন্তব্যের মাধ্যমে নিজের নারীবাদী স্বত্বার প্রমাণ রেখেছেন তিনি।

একবার এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীর সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরে রেখেছেন যে ভবিষ্যতে তাঁদের আগত সন্তানের পদবি ঠিক কী হওয়া উচিত।

জানিয়েছিলেন, আলোচনার শেষে ঠিক হয়েছিল রাখা হবে ‘সোনম আহুজা’। কেন? সে জবাবও দিয়েছিলেন অনিল-কন্যা।

তবে জানেন কি? সন্তানের পদবি কি হবে তা বহু আগেই ঠিক করে রেখেছিলেন ‘নীরজা’-র তারকা! সোনমের মতে, বিয়ের পর তিনি তাঁর স্বামীর পরিবারের অংশ হয়েছেন। অন্যদিকে, তাঁর স্বামী আনন্দ-ও সোনমের পরিবারের অংশ হয়েছেন।

সেই জন্য বিয়ের পরপরই নিজের নাম বদলে সোনম কাপুর আহুজা করে ফেলেছিলেন এই বলি-অভিনেত্রী। পাশাপাশি, আনন্দও বদলে ফেলেছিলেন নিজের নাম।

হয়েছেন, আনন্দ সোনম আহুজা। তাই তাঁদের সন্তানের নামের সঙ্গে জুড়ে থাকবে ‘সোনম আহুজা’।

এর আগেও বেশ কয়েকবার সোনম কাপুরের মা হওয়ার গুজব ছড়ালেও তা খারিজ করে দিয়েছিলেন এই অভিনেত্রী নিজেই। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা।

সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

অভিনেত্রী সোনম কাপুরকে শেষ দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোতওয়ানের ‘AK vs AK’ সিনেমায় যেখানে নিজের ভূমিকাতেই অভিনয় করেছিলেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায় সিনেমাটি। পরবর্তীতে সোনম কাপুরকে দেখা যাবে প্রযোজক সুজয় ঘোষের ‘ব্লাইন্ড’ সিনেমায় একজন দৃষ্টি প্রতিবন্ধী পুলিশের ভূমিকায়।

You may also like