Home বিশ্ব সোনার হোটেল তৈরি করলো ভিয়েতনাম

সোনার হোটেল তৈরি করলো ভিয়েতনাম

by Amir Shohel
সোনার হোটেল

ডোলস হ্যানয় গোল্ডেন লেক। এমন হোটেলের নাম শুনলে নিশ্চয় কেউ অবাক হবেন না। কিন্তু যদি বলা হয়, হোটেলটি পুরো সোনায় মোড়ানো। তাহলে অবশ্যই চোখ কপালে উঠবে সবার। সত্যিই সোনায় মোড়ানোর এই হোটেলটি রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। আর এটাই বিশ্বের একমাত্র সোনার হোটেল। হোটেলের আসবাব থেকে দেয়াল, সব কিছুই সোনায় মোড়ানো। এটি তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার কোটি টাকা।

ভিয়েতনামের হো গিয়াং ভো হ্রদের পাশে তৈরি ডোলস হ্যানয় গোল্ডেন লেক হোটেলের সামনে গেলে যে কোনো পর্যটকই অবাক হবেন। সোনায় তৈরি আস্তো এই হোটেলটি দেখে মনে পড়বে গ্রিক পুরানের কিং মিডাসের কথা। তিনি যা কিছুই ছুঁতেন, সব সোনা হয়ে যেতো। এই হোটেলেও যা কিছু আছে সবই সোনার তৈরি।

ডোলস হ্যানয় গোল্ডেন লেকের মালিক হোয়া বিন গ্রুপ। তবে এটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস। পুরো হোটেল তৈরিতে ব্যবহার করা হয় ১ টন সোনা। আর ২৫ তলার হোটেলটিতে রয়েছে ৪০০ রুম।

শুধু হোটেলের ভেতরেই নয়, বাইরের ৫৪ হাজার বর্গ ফুট দেয়াল সোনায় মোড়ানো হয়েছে। এছাড়া দরজা, জানলা, সিঁড়ি, ঘর, বাথরুমসহ সব আসবাবপত্রও সোনার তৈরি। সবকিছুই বানানো হয়েছে ২৪ ক্যারাট সোনা দিয়ে।

হোটেলটির নির্মাণ শুরু হয়েছিলো ২০০৯ সালে। আর কাজ শেষ হতে সময় লাগে ১০ বছর। হোটেল কর্তৃপক্ষ বলছেন, সোনা মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই হোটেল বানাতে সোনা ব্যবহারের সিদ্ধান্ত নেয় তারা। হোটেলের ছাদে আছে একটি ইনফিনিটি পুল। সেই পুলও বানানো হয়েছে সোনার পাত দিয়ে।

এই হোটেলে খাবার খেতে বসলেও চোখ কপালে উঠবে। কারণ সব খাবারই ঢেকে দেয়া হয় সোনার পাতলা মোড়কে। পাশাপাশি হোটেল পরিবেশের সঙ্গে মিলিয়ে কর্মিদের পোশাকের রংও লাল-সোনালি।

ডোলস হ্যানয় গোল্ডেন লেকে এক রাত কাটাতেও গুণতে হবে অনেক টাকা। সাধারন রুমের জন্য প্রতি রাতে খরচ হবে ২৫ হাজার টাকা। আর ডবল বেডরুম স্যুটের এক রাতের ভাড়া লাখ টাকার কাছাকাছি। হোটেলে ৬ ধরণের রুম আর স্যুট আছে। সবচে দামি প্রেসিডেন্সিয়াল স্যুটের এক রাতের ভাড়া প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

অনুবাদক : ফেরদৌস মামুন, সাংবাদিক

You may also like