Home জাতীয় সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

by Amir Shohel
ফ্লাইট

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৌদি আরবের দাম্মামে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন।

২১ জুলাই বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা গেছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চালু না হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ ভাবে উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, আগত যাত্রীরা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like