Home জাতীয় স্ত্রীর মা হওয়ার আবেদনে যাবজ্জীবনের আসামিকে প্যারোলে মুক্তি!

স্ত্রীর মা হওয়ার আবেদনে যাবজ্জীবনের আসামিকে প্যারোলে মুক্তি!

by Shohag Ferdaus

স্বামী জেলে, কিন্তু মা হতে চান স্ত্রী। মাতৃত্বের অধিকার চেয়ে ভারতের জোধপুর হাইকোর্টে আবেদন করেন ওই নারী। তার আবেদনে সাড়া দিয়ে স্বামীকে শর্ত সাপেক্ষে (প্যারোলে) ১৫ দিনের জন্য মুক্তি দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবেদন করা নারীকে গর্ভধারণের সুযোগ দিতে তার স্বামী নন্দলালকে (৩৪) মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন জোধপুর হাইকোর্ট।

আদালত রায়ের সময় বিচারক সন্দীপ মেহতা রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘গর্ভধারণের সুযোগ পাওয়া ওই নারীর অধিকার। এই অধিকার থেকে কোনো নারীকে আইন বঞ্চিত করতে পারে না।’

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে,’তার স্ত্রীর জীবনে স্বামীর জেলে থাকার প্রভাব পড়েছে। কিন্তু রেখা তো কোনও দোষ করেননি। তাই তার দাবি গ্রহণযোগ্য।’

একটি খুনের মামলায় নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এই নন্দলাল। রায়ের পর বেশ কয়েক বছর ধরে তিনি কারাগারে আছেন।

বংশ বিস্তার ও সংরক্ষণ ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় দর্শনের মধ্যে পড়ে, তাই এর আইনগত বিষয়টিও নজরে আছে বলে জানান আদালত।

নন্দলালকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে হিন্দু শাস্ত্র, বিশেষ করে ঋগ্বেদের প্রসঙ্গ তুলে ধরেন আদালত। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের প্রসঙ্গও টানা হয়।

এর আগে ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন নন্দলাল। ভাল আচরণের পাশাপাশি মেয়াদ শেষ হওয়ার পর আত্মসমর্পণ করায় সন্তুষ্টি জানিয়ে তখন প্যারোলে মুক্তি দিয়েছিলেন আদালত।

ভয়েস টিভি/এসএফ

You may also like