Home বিনোদন করোনায় স্থবির সাংস্কৃতিক অঙ্গন

করোনায় স্থবির সাংস্কৃতিক অঙ্গন

by Amir Shohel
পাবনা

পাবনা : মহামারি করোনায় প্রায় কর্মহীন হয়ে পড়েছেন সাংস্কৃতি কর্মীরা। পাবনাতেও অর্ধশতাধিক ছোট বড় সাংস্কৃতিক সংগঠনে নেমেছে বিপর্যয়। সংগঠন ও সাংস্কৃতিক চর্চাকে যারা পেশা হিসেবে নিয়েছেন, তাদের দিন কাটছে অনাহরে-অর্ধাহারে।

জানা গেছে, মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে পাবনার সব সংগঠনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ধুলাবালিতে বাদ্যযন্ত্রের বেহাল দশা হয়ে আছে। কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে সংস্কৃতি কর্মীদের।

সমাজের বিত্তবানসহ সরকারি সহায়তার দাবি সংস্কৃতি কর্মীদের। এ জেলার সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের।

পাবনা সাংস্কৃতিক ঐক্য জোট সাংগঠনিক সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, জেলার সাংস্কৃতিক অঙ্গনের সুনাম দেশজুড়ে। এখানে সাংস্কৃতিক চর্চার জন্যে রয়েছে ঐতিহ্যবাহী মুক্ত মঞ্চ, বনমালী শিল্পকলা কেন্দ্র, সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেল, গণশিল্পী, থিয়েটার ৭১, সুরের মেলাসহ নানা সংগঠন। কিন্তু করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সব সাংস্কৃতিক কার্যক্রম। এতে বেকার হয়ে পড়েছেন অর্ধশতাধিক সংগঠনের হাজারো কর্মী।

করোনাকালে অসহায় শিল্পীদের সর্বোচ্চ সহায়তা দেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাবনা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি।

 

ভয়েসটিভি/ভোলা প্রতিনিধি/এএস

You may also like