Home জাতীয় নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা: স্বরাষ্ট্রমন্ত্রী

by Shohag Ferdaus
স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে নির্যাতনের ঘটনায় যারা অপরাধী তাদের খুব শিগগিরই আইনের মুখোমুখি করা হবে। নোয়াখালীর ঘটনা চরম বর্বরতা। এ ধরনের জঘন্য অপরাধ যারা করে তাদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, এই ঘটনায় দুইজন বাদে আমরা সবাইকে ধরে ফেলেছি। এখানে কোনো ধরনের গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা অপরাধীদের আইনের মুখোমুখি করবো।

৬ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাস্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিচারহীনতার কোনো সংস্কৃতি নেই। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপচাপ বসে নেই। একের পর এক অপরাধীদের বিচার হচ্ছে।

আরও পড়ুন: অপরাধী দলের হলেও ছাড় পাবে না: ওবায়দুল কাদের

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা বাহিনী যথাযথভাবে কাজ করছে বলেই দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা করতে পেরেছি। এই যে ঘটনাগুলো ঘটছে, যেমন-ধর্ষণ, পর্নোগ্রাফির মতো করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, নারীর ওপর যেভাবে নির্যাতন হয়েছে…এটা আমি বলব যে, এ ধরনের জঘন্য অপরাধ যারা করেন অবশ্যই আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবে। আমরা সেই কাজটিই করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তাবাহিনী দিতে পারেন। সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’

আরও পড়ুন: ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

তিনি বলেন, সিলেটের এমসি কলেজে যে ঘটনাটি ঘটেছে এটা দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনার সঙ্গে যারা লিপ্ত হয়েছেন তারা জঘন্য অপরাধ করেছেন তাদের সে শাস্তি পেতে হবে। সেজন্য আমরা একটা নির্ভুল তদন্ত রিপোর্ট দেবো, যাতে সেখানে তারা শাস্তি পায়। আর নোয়াখালীতে যেটা ঘটেছে সেটা বর্বরতার চরম সীমায় আমরা দেখলাম। একজন বিবেকবান মানুষ এ ধরনের কাজ করতে পারে বলে আমার কাছে তা মনে হয় না। এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িত দুইজন বাদে আমরা বাকি কয়জনকে ধরে ফেলেছি।

তিনি বলেন, ‘দেশে আইনের শাসনের জন্যই কি এ ধরনের ঘটনা অহরহ ঘটছে’-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইনের শাসন আছে বলেই আমরা অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি এবং আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিচারকের কাছে পাঠিয়ে দিয়েছি। এ রকম যদি হতো আমরা চুপচাপ ও আমাদের নিরাপত্তাবাহিনী চুপচাপ বসে আছে, তাহলে বলতে পারতেন আইনের শাসন নেই। স্থানীয় প্রশাসন, ইউএনও, ডিসি, এসপি সবাই একসঙ্গে কাজ করছেন। এই সমাজবিরোধীরা (ধর্ষক) মানুষ নয় অমানুষ। আমি বলব, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এজন্যই অপরাধীদের ধরতে ও আইনের আওতায় নিয়ে আসতে পারছি।’

ভয়েস টিভি/এসএফ

You may also like