Home জাতীয় স্বর্ণের বার আটক

স্বর্ণের বার আটক

by Newsroom

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের আসনের নিচ থেকে স্বর্ণের একটি বড় চালান আটক করা হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইট থেকে কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বলেন, বিজি ১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পাওয়া গেছে। এতে ১৬০টি সোনার বার রয়েছে।

এর আগে একই ফ্লাইটে গত ০১ অক্টোবর বৃহস্পতিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত মোহাম্মদ এনামুল হক নামের এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম ছিল প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।

এদিকে ১৪ অক্টোবর বুধবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ। ওই যাত্রীর পায়ের চামড়ার স্যান্ডেলের ভেতর স্বর্ণের বারগুলো লুকোনো ছিল। পরে ওই যাত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করা হয়।

আটক তিন জন হলেন- ঢাকার ধামরাই থানার চৌহাট এলাকার মৃত লালন মিয়ার ছেলে মো. আলাল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নচুকা কামারপাড়া গ্রামের বাদল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার এবং বারঘরিয়া হালদারপাড়া গ্রামের দিনেশ হালদারের ছেলে মিলন হালদার।

স্বর্ণগুলো জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেয়া হয় বলে জানিয়েছেন বিজিবির রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like