Home জাতীয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা

by Mesbah Mukul

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গৌরবোজ্জল ও তাৎপর্যপূর্ণ দিন উপলক্ষে এক বাণীতে দেশের জনগণ ও প্রবাসী বাঙালিদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি বাঙালী জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি বাঙালি জাতির মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়ে সারাটি জীবন নিবেদিত ছিলেন বাঙালীর অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ-সামাজিক উন্নয়নে।’

বিনম্র চিত্তে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় ৩০ লাখ শহীদের স্মরণ করে তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। সশ্রদ্ধ সালাম সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনবাজী রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য।’

এসময় পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে।

তিনি বলেন, ‘ হুসেইন মুহম্মদ এরশাদ মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আধুনিকায়নে যে অপরিসীম অবদান চির অক্ষয় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন তিনি।
তার অবিনশ্বর চেতনা ও একাত্তরের গৌরবোজ্জল উত্তাল দিনগুলো আমাদের আজীবন পথ দেখাবে।
এই শুভক্ষণে আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে শপথ নিলাম।

ভয়েসটিভি/এমএম

You may also like