Home চিকিৎসা স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

by Amir Shohel
শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি সেটা কমাতে হবে। স্বাস্থ্য সেবার জন্য সেই নজরদারি কমাতে হবে। যোগ্য লোককে দায়িত্বে বসাতে হবে। সামাজিক, রাজনৈতিক এমন কি বিদেশের প্রভাব থাকে এই প্রভাবে মধ্যে কাজ করতে হয়।

২৭ জুলাই সোমবার সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে অধীন দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমরা ঢেলে সাজাতে চাচ্ছি। কিন্তু ঢেলে আনবো কোথা থেকে সবই তো আমাদের দেশের লোক।

স্বাস্থ্যখাতের ইতিবাচক দিক তুলে ধরার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ইতিবাচক দিক তুলে না ধরলে বিদেশে চিকিৎসা নিতে যাবার প্রবণতা বাড়বে।। স্বাস্থ্য খাতের অনেক অর্জন আমরা চোখে দেখি না।। মানুষের গড় আয়ু বেড়েছে, মা ও শিশুর মৃত্যু হার কমেছে দেশ এবং দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দিতেই আজকের এই চুক্তি স্বাক্ষর। দেশ যত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে তার অধিকাংশ স্বাস্থ্য খাতের অবদান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশি প্রাকৃতিক দুর্যোগ, কম জনবলসহ বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও করোনায় মৃত্যুর হার ও সংক্রমণরোধে স্বাস্থ্য বিভাগ নিরলস চেষ্টা চালাচ্ছে। জনসংখ্যার চেয়ে জনবল কম থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিভাগ সবসময় জন সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

তিনি জানান, বিভিন্ন সময়ে দুর্নীতিরোধে অপরাধীকে আইনের আওতায় আনতে স্বাস্থ্যবিভাগ কার্যকরী পদক্ষেপ নিয়েছে। এসময় মানুষের গড় আয়ুবৃদ্ধি, প্রসূতি মৃত্যুর হার কমানোসহ বিভিন্ন অর্জনে স্বাস্থ্যখাতের ভূমিকাও তুলে ধরেন মন্ত্রী।


ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like

1 comment

মৃত্যুহার কম তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন : স্বাস্থ্যমন্ত্রী August 3, 2020 - 8:39 pm

[…] এ সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-এর মহাপরিচালক সিদ্দিকা আক্তার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন-সহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।   আরো পড়ুন- স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি … […]

Comments are closed.