Home জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে ৮ জোড়া ট্রেন

স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে ৮ জোড়া ট্রেন

by Newsroom

নিয়ামুল আজিজ সাদেক, ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ৮ জোড়া ট্রেন চালু হচ্ছে রোববার। আগামি ৩ জুন থেকে যুক্ত হবে আরো ১১ জোড়া। তবে এসব ট্রেনের টিকিট কেনার একমাত্র মাধ্যম অনলাইন। ট্রেনগুলোর ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করা হবে। টিকিট কেনা ও ভ্রমণ মানতে হবে কিছু সতর্কতা।

শনিবার এক সংবাদ সম্মেলনে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, যাত্রীদের প্রয়োজনের কথা বিবেচনা করে ৫০ শতাংশ টিকিট উন্মুক্ত করা হচ্ছে। তবে ট্রেনের টিকিট কিনতে হবে অনলাইনে।

কিন্তু অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সার্ভার সমস্যার নিয়ে এরআগে ভুগতে হয়েছে অনেক যাত্রীকে। তাই কোন নিরীক্ষা ছাড়াই এত বিপুল সংখ্যক টিকিট কেনার ক্ষেত্রে জটিলতার বিষয়ে জানান রেলমন্ত্রী।

রেলের মহাপরিচালক মো. শামছুজ্জামানও জানান, যেহেতু বাসের ভাড়ার বিপরীতে ট্রেনের ভাড়া বাড়ছে না তাই চাহিদা বেশি থাকবে। চাহিদার চেয়ে যোগান কম থাকার কারণে অনলাইনে টিকেট বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

এদিকে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ট্রেনের টিকিটের জন্য অনেক যাত্রী জড়ো হন। কিন্তু রোববার থেকে ট্রেনের টিকিট অনলাইনে দেয়ার সিদ্ধান্ত হওয়ায় তারা খালি হাতেই ফিরে যান। টিকেট প্রত্যাশিদের অনেকেই অনলাইনে টিকিট কেনাকে বিড়ম্বনা কথা জানালেন। অনেকেই বললেন, এমন অ্যাপের সাথে পরিচিত নন তারা।
ট্রেন চালু হলেও চাদর, কম্বল এবং বালিশ সরবরাহ করা হবে না। বিক্রি হবে না স্ট্যান্ডিং টিকিটও। এমনকি বিমানবন্দর জয়দেবপুরে কোন ট্রেন থামবে না।

সংবাদ সম্মেলন করে মন্ত্রী জানান, আগামীকাল রোববার থেকে সোনার বাংলা এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, কালনী, পাহাড়িকা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ঢাকার বাইরে চলাচল করবে।

রেলমন্ত্রী আরও বলেন, রেলের ভাড়ছে না। সব টিকিট অনলাইনে বিক্রি হবে। ট্রেনের খাবার ব্যবস্থা থাকবে না। ট্রেনের এক দরজা দিয়ে উঠতে হবে এবং নামতে হবে অন্য দরজা দিয়ে।

টিকিট ছাড়া যেন কেউ প্লাটফর্মে প্রবেশ করতে না পারে সে বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

এছাড়া আগামী ৩ জুন থেকে ১১টি ট্রেন চলাচল করবে বলে জানান নুরুল ইসলাম সুজন।

এই ট্রেনগুলো হচ্ছে- ঢাকা দেওয়ানগঞ্জবাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে লসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস।

করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

You may also like