Home জাতীয় ডিএসসিসিকে স্মার্ট সিটি বানানোর প্রস্তাব ভারতের

ডিএসসিসিকে স্মার্ট সিটি বানানোর প্রস্তাব ভারতের

by Shohag Ferdaus
ডিএসসিসিকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) স্মার্ট সিটিতে রূপান্তর করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এসময় ভারতের হাইকমিশনার এ প্রস্তাব দেন।

বৈঠকে মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ মৌলিক সেবা কার্যক্রমের দৃশ্যমান পরিবর্তনে নেতৃত্ব দেয়ায় ভারতের হাইকমিশনার শেখ ফজলে নূর তাপসকে অভিনন্দন জানান।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজনে ভারতীয় অ্যাথলেটদের অংশগ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা চাইলে তিনি ডিএসসিসি মেয়রকে আশ্বস্ত করেন।

মহামারি করোনার প্রভাব হ্রাস পেলে ডিএসসিসির মেয়রকে ভারত সফরের আমন্ত্রণ জানান ভারতীয় হাইকমিশনার।

এছাড়াও বৈঠকে ভারতীয় হাইকমিশনার নিরাপদ ডিজিটাল ব্যাংকিং, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপন এবং রাজস্ব সংগ্রহ ও আদায় বাড়াতে প্রযুক্তিনির্ভর সমাধান, দুই দেশের আইনজীবীদের নিয়ে একটি আইন বিষয়ক বইমেলা আয়োজনে সহযোগিতারও প্রস্তাব দেন।

বৈঠকে ভারতীয় হাইকমিশনার যে ক’দিন বাংলাদেশে অবস্থান করবেন ততদিন ঢাকাবাসীর উন্নয়নে ডেএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

ভয়েস টিভি/একে/এসএফ

You may also like